মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশ প্রেম আদর্শ দক্ষ নাগরিক তৈরি’র লক্ষে ইসলামী ছাত্র শিবির সব সময়ই কাজ করছে। যুব সমাজকে কর্মমুখী শিক্ষা দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টি করতে দেশের অসংখ্য প্রাকৃতিক সম্পদকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে উন্নত সুখী সমৃদ্ধিশালী কল্যাণ মূলক রাষ্ট্র গঠনে শিবির নেতাদের কাজ করতে হবে।
“দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশ প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ছাত্রশিবির জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
জেলা সেক্রেটারী তারেক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাও: আনোয়ার হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক জেলা সভাপতি আব্দুল খালেক ও এ্যাড. আসলাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শিবির নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন, কুরআন হাসীসের জ্ঞান অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আল্লাহর ভয় তৌহিদের শিক্ষা ছাত্র সমাজের মাঝে ছড়িয়ে দিয়ে মানবিক মানুষ হিসেবে কাজ করার জন্য শিবির নেতাকর্মীদের আহবান জানান।