বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও ১ জেলের মরদেহ ভেসে এসেছে কক্সবাজার সৈকতে। এনিয়ে গত তিনদিনে ৬ জেলের মরদেহ উদ্ধার করা হলো। এছাড়া কক্সবাজারে গত চারদিনে পাহাড়ধস ও ট্রলার ডুবে এ পর্যন্ত রোহিঙ্গাসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালের দিকে শহরের সমিতিপাড়া সমুদ্রপয়েন্ট থেকে ভেসে আসা একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এরআগে কক্সবাজার সদরে পাহাড়ধসে ৩ জন ও রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃত্যু হয়।
শুক্রবার থেকে কক্সবাজারে ভারি বৃষ্টিপাত কমে গেছে। একারণে প্লাবিত এলাকার পানি নেমে গেছে। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলগুলো। কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলার সড়ক-উপসড়কে ক্ষতির চিহ্ন ভেসে উঠছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আজ রোববার ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে এখনও ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।