মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় যুবদল নেতা ইসমাইলের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে।
রবিবার সকাল ১০টার সময় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর দক্ষিন পাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ইসমাইল হোসেন(৩০) রহিমপুর দক্ষিন পাড়ার মৃত তাজুল ইসলামের ছেলে।
অভিযুক্ত আশরাফুল ইসলাম নবীপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামী লীগের এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুনের সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল তার মায়ের সাথে দেখা করতে মায়ের বাড়িতে যাওয়ার পথে রহিমপুর দক্ষিন পাড়া পুকুরের পাড় এলাকায় আশরাফ ও তার ভাইয়ের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে ইসমাইল আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে আহত যুবদল নেতা ইসমাইল বলেন, আশরাফ ও তার ভাই আওয়ামী সরকারের চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকার একজন ছিটকে চোর ছিলো। আওয়ামী লীগ সরকারের আমলে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে। তার বিরুদ্ধে হত্যা, চুরি, সন্ত্রাসী হামলাসহ মুরাদনগর থানায় একাধিক মামলা রয়েছে এবং এই সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।