রাকিবুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: নানা আয়োজনে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইসরশি জাকের মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাখো মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে জমায়েত হয়। বাদ মাগরিব থেকে ওয়াক্তিয় নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী পালন করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা।
এর আগে বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় তিনি বলেন, জাকের পার্টি শান্তির পক্ষে কাজ করে, আগামীতেও দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।