সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা তিন দিনের বৃষ্টিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কয়েকশ একর রোপা আমনের জমি তলিয়ে গেছে। ফলে নষ্ট হচ্ছে জমিতে রোপণ করা ধানের চারা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতকানিয়া উপজেলার ঢেমশা, কেঁওচিয়া, নলুয়া, আমিলাইশ, কাঞ্চনা, এচিয়া ইনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে দুশ্চিন্তায় আছেন কৃষকরা।
নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের কৃষক আলিম উদ্দিন এ বছর স্থানীয় এনজিও থেকে কিস্তির ওপর টাকা তুলে তিন একর জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি বলেন, কয়েকদিনের বৃষ্টিতে হঠাৎ বিলের পানি বেড়ে ধানের জমি তলিয়ে গেছে। এ পানি যদি আরও কয়েক দিন অবস্থান করে তাহলে জমিতে রোপণ করা ধানের চারা পচে যাবে। এসব চারায় আর ধান হবে না।
ঢেমশা ইউনিয়নের কৃষক ইসমাইল বলেন, বর্ষার পানি তাড়াতাড়ি চলে যাওয়ায় সবাই আমন ধান রোপণ করেছিলেন। কিন্তু পানি বাড়ায় ধানের জমি তলিয়ে আছে। প্রতি একর জমিতে ধান রোপণ করতে প্রত্যেক কৃষকের ৮-৯ হাজার টাকা খরচ হয়েছে। এখন পানি এসে সব শেষ করে দিলো। সরকার যদি আর্থিক সহযোগিতা দেয়, তাহলে পরিবার নিয়ে কোনোরকম খেয়ে পড়ে থাকতে পারবো।
সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জান বলেন, সাতকানিয়াতে এ পর্যন্ত ১১ হাজার ৬শত হেক্টর আমন ধানের চারা রোপণ করা হয়েছে। এতে টানা তিন দিন বৃষ্টি হওয়ায় জমিতে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে এর প্রভাবে ২৩০ হেক্টর জমির চাষ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।