আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টসের সামনে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩৫)। তিনি মাস্কট গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাস্কট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পাশের দু’টি গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।’