মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: মাছঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন যুবদলের কার্যকরী কমিটির সদস্য পদ থেকে হেলাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে হেলাল উদ্দিনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেলাল উদ্দিনকে দলের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা হেলাল উদ্দিন সাহেবের হাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাহেবের হাট ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক। তিনি তাঁর দলীয় পরিচয় ব্যবহার করে স্থানীয় মাতাব্বরহাট মাছঘাট দখল করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জেলে-আড়তদারদের কাছে চাঁদা দাবি ও হয়রানি করার অভিযোগ আছে। এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন গণমাধ্যমকে বলেন, বহিষ্কারের বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি মাছঘাট দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। দলের একটি চক্র মিথ্যাচার করে তাঁকে বহিষ্কার করিয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলালকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাইয়ের পর বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান পরিস্থিতিতে দলের নেতা–কর্মীদের কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই।