মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: "টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার" এ শ্লোগান নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট শহর শাখার আয়োজনে আব্বাস আলী খান মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আইবিডাব্লিউএফ এর শহর শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইবিডাব্লিউএফ এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও বগুড়া অঞ্চলের সেক্রেটারী হাসিবুল আলম লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিডাব্লিউএফ এর শহর শাখার প্রধান উপদেষ্টা মাও: আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু, আইবিডাব্লিউএফ জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী ও হারুনুর রশিদ, আইবিডাব্লিউএফ জেলা সেক্রেটারী আজিজুর রহমান, জয়পুরহাট চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জয়পুরহাট চেম্বার সদস্য মাশরেকুল আলম, ইলেকট্রনিক ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের সব ধরনের সমস্যা সমাধানে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করবে আইবিডাব্লিউএফ।
ব্যবসায়ীরা বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সীমাহীন লুটপাটের কারনে আর্থিক প্রতিষ্ঠানগুলো দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করনের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ।