ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:০২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৪

নাইক্ষ‍্যংছড়ির আজুখাইয়া সীমান্তে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী আজুখাইয়া ফকির পাড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় রতন বড়ুয়া নামক এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মায়ানমার সীমান্তবর্তী আজুখাইয়া ফকির পাড়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজুখাইয়া ফকিরপাড়া রাবার বাগান নামক স্থানে আকাশ মণি গাছ বোঝাই একটি ৩ চাকার ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় টলি গাড়িতে থাকা গাছের মালিক রতন বড়ুয়া (৩৯) ঘটনাস্থলে নিহত হয়। এবং গাড়িতে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার বিন্দু বড়ুয়ার ছেলে রতন বড়ুয়া (৩৯) বলে সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়ার শিক্ষক আবু ছৈয়দ বলেন, আমাদের সামনে লোমহর্ষক এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত ১জনকে আমরা সকলে সহযোগিতা করে নিকটস্থ উখিয়া হাসপাতালে পাঠিয়েছি।

এই বিষয়ে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ বলেন, আমি একজন শিক্ষকের মোবাইল মারফত এই খবর জানতে পারি। তড়িগড়ি করে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিবার সদস্যদের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মায়ানমার সীমান্তবর্তী আজুখাইয়া ফকির পাড়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় রতন বড়ুয়া নিহতের খবর নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান বলেন, উক্ত খবর আমি সর্ব প্রথম ঘুমধুম পুলিশ ফাঁড়ী থেকে জেনেছি। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, পুলিশ ও জনগণের সহযোগিতায় আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থাসহ নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram