মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা মানববন্ধন করেছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তির প্রতিবাদ ও দক্ষ নার্সদের পদায়নের এক দফা দাবি নিয়ে মূলত তারা এ মানববন্ধন করেন।
নার্সরা বলেন, তারা চাকরির শুরুতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে জয়েন করে থাকে এবং একই পদ নিয়েই অবসরে যেতে হয়। তাদের কোনো পদায়ন হয় না। এ ছাড়া আরও নানাবিধ বৈষম্যের শিকার হতে হয়।
তারা আরও বলেন, ঈদ কিংবা কোরবানির ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দিয়ে থাকে, কিন্তু নার্সদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়না। তাই তারা দাবি নিয়ে আজকে মানববন্ধন করছে
।
মানিকছড়ি হাসপাতাল সামনে মানববন্ধনের উপস্থিত ছিলেন সিনিয়ার স্টপ নার্স সবিতা হাওলাদার, সাহিদা বেগম, রাশেদা খাতুন, কৃষ্ণা রানী দে, কল্পনা দেবী চাকমা, আমেনা খাতুন, স্মৃতি রানি রক্ষী, নাজমা আক্তার, মোরশেদা আক্তার।
জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিশেষ নজর দিয়ে নার্সিং সেক্টরে দক্ষ নার্সদের পদায়ন করার জন্য মানববন্ধনে দাবী জানানো হয়েছে।