ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে নৌবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
এ সময় গ্রামটির এক পরিত্যক্ত বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রিকোয়াটার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারাশ্যুট ফ্লেয়ার উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনীর মিডিয়া দপ্তর।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান উক্ত বাহিনীর মিডিয়া দপ্তর। এর আগে গত রাতে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী অভিযান চালিয়ে এ আগ্নেয়াস্ত্রসমূহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।