ঢাকা
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪

কুমিল্লার সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরীর দুর্নীতি অনুসন্ধানে দুদক

শাহাজাদা এমরান, কুমিল্লা: ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয়-স্বজনের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করায় কুমিল্লা-৮ আসনের সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তথ্যানুসন্ধানকালে তার নিজ নামে বিজে জিও টেক্সটাইল লি. নামের কোম্পানিতে ১ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ: ঢাকার বনানী ডিওএইচএস ও নিকুঞ্জে ২টি ফ্ল্যাট; কুমিল্লার বরুড়া বাজারে প্রায় ১৭টি দোকান; কুমিল্লা সদরে ঠাকুরবাড়ি ও ঝাউতলায় ২টি বহুতল বাড়ি; এছাড়া নামে-বেনামে প্রায় ৪৫০ শতাংশ জমির মালিকানা রয়েছে বলে জানা গেছে। অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদের গোয়েন্দা তথ্য পাওয়া যাওয়ায় কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) কে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, নাছিমুল আলম চৌধুরী নজরুল নবম জাতীয় সংসদ নির্বাচন (২০০৮) প্রথমবার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮) তে দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram