নজরুল ইসলাম নাহিদ,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকের ৯ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রে বাস্তাবায়নের এক দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় উপজেলা রোডের সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খুরশীদ জাহানের সভাপতিত্বে-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক টিটু,নির্বাহী সম্পাদক আনোয়ার কবির,শরিফুল হক মোজাম্মেল,নাজমুল তালুকদার,মুক্তি আক্তার,ইয়াসমিন আরা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন মানববন্ধনে অংশ নেন।