নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়ায় বিজিবি অভিযান চালিয়ে সিএনজি গাড়ি বোঝাঁই দেশীয় তৈরী চোলাই মদ সহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)'র নায়েক সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া নামক স্থান থেকে দেশীয় তৈরি ৯০ লিটার বাংলা মদসহ ২ জন মাদক পাচারকারী আটক করে। এই সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয় বলে বিজিবি জানায়। চোলাই মদসহ আটককৃত মাদক কারবারী নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী গ্রামের মো: আবুল কালামের পুত্র মো: জিয়াবুল হক (২৪)। অপরজন উখিয়া উপজেলার হলুদিশিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মো: জসিম উদ্দিন(২৭)।
নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায় উদ্ধারকৃত চোলাই মদ, জব্দকৃত সিএনজি গাড়িসহ সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণরোধ আইনে মামলা রুজু পূর্বক আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন উপজাতি পল্লী থেকে উপজাতী মার্মা ও চাকদের তৈরি চোলাই মদ রাতে এবং দিনের বেলায় সময় সুযোগ বুঝে পার্শ্ববর্তী উপজেলায় এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে পাচার হয়।
স্থানীয় কয়েজনের সঙ্গে কথা হলে তারা মনে করেন, এরকম অভিযান ভবিষ্যতে আরো অব্যাহত রাখুক বিজিবি সদস্যরা। এতে মাদক পাচার অনেকাংশে কমে আসবে বলে মনে করেন সচেতন মহল।