হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শহরের পুরাতন বাস- টার্মিনালে এ মানববন্ধন করা হয়।
নড়াইল সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে বক্তব্য দেন- সহকারি শিক্ষক মো.জাকির হোসেন, আমিনুর রহমান, মো.আশিকুর রহমান, মো.কামরুজ্জামান,
মো.মোয়াজ্জেম হোসেন. সালাউদিন সিকদার গ্রীন, মো.তরিকুল ইসলাম, রাফেজা রহমান পুবালী, সোহেল নাদিম সিমু, হিরোক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তারা চাকুরী জীবনে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতনভাতা গ্রহণ করে থাকেন। সব মিলিয়ে একজন প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে
থাকেন। এ বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাই তাদের ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এ সরকার এখন ক্ষমতায়। তাই এ সরকারের কাছে
শিক্ষক নেতারা তাদের দাবি পূরণে সদয় দৃষ্টি কামনা করেন।
বক্তারা আরোও বলেন তাদের মাসে যে বেতনভাতা দেয়া হয়. তাতে বর্তমান বাজার মূল্যে ১৫দিন সংসার খরচ চলে। পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে তাদের স্কুলে যেতে হয়। ছাত্রদের ক্লাস করাতে হয়। পরিবারের চাহিদা পূরণের চাপ মাথায় নিয়ে বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের মেধা বিকাশের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা কঠিন। ১০ম গ্রেডে বেতনভাতা দেয়া হলে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে তারা পাবেন। তাদের কষ্ট লাঘোবে সদাশয় সরকার তাদের দাবি মেনে নেবেন বলে তারা আশা প্রকাশ করেন।