নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যার্তদের সহযোগিতার জন্য উপজেলার The Sunrise English Medium School এর ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তিলে তিলে জমানো কিছু অর্থ গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের নিকট হস্তান্তর করে প্রশাংসায় ভাসছে। এসব ত্রাণের টাকা গুলি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন বলে জানা গেছে ।
এর আগে ৪ সেপ্টেম্বর ২ বন্যা কবলিত এলাকার মানুষদের সহযোগিতার জন্য গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১লাক ৪৭ হাজার ৫শ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। বন্যা কবলিত এলাকার জন্য সহযোগিতার জন্য গোদাগাড়ী উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯ নং চর আষাড়িয়াদহ ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এর মাধ্যমে বন্যা দূর্গত এলাকার জন্য সহায়তা হিসেবে প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চর আষাড়িয়াদহ ইউপি মোড় বাজার কমিটির পক্ষ থেকে একই সময়ে প্রধান উপদেষ্টা ত্রান তহবিলে আরও ২৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৯ নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম মোস্তফা চাঁদ, বাজার কমিটির সভাপতি আরশেদ আলী, বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, আমরা সকল দূর্যোগে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছি। এটি আমাদের চিরাচরিত ঐতিহ্য। ক্ষুদে শিক্ষার্থী, চর আষাড়িয়াদহ ইউনিয়নবাসী, অফিসার্স ক্লাব, বাজার কমিটিসহ বিভিন্ন সংস্থা ত্রাণ পেয়েছি সব ব্যাংকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছি। মানুষ মানুষের জন্য সবাইকে ত্রাণের হাত বাড়িয়ে গরীব মানুষের পাশে থাকার অনুরোধ জানান তিনি।