অতুল পাল, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়ি, ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদুৎ সেক্টরে বেশী ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় এবং ১০ মিনিট সময় ধরে তান্ডব চালায়। ঘূর্ণিঝড়টি উপজেলার কালাইয়া, নাজিরপুর, বাউফল সদর, মদনপুরা, দাসপাড়া, কনকদিয়া, সূর্যমনি, চন্দ্রদ্বীপ এলাকায় বেশি তান্ডব চালিয়েছে। তবে কোথাও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে প্রায় শতাধিক আধাপাকা ও কাঁচা বাড়ি ঘর বিধস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘর বিধস্ত হয়েছে গাছ পড়ে। এছাড়া ঝড়ে কয়েকশত বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। ঝড়ে ধানদি কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বাউফল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৭ টি খাম্বা ভেঙ্গে গেছে। ৪ টি খাম্বা হেলে পরেছে এবং কমপক্ষে ২০০ পয়েন্টে গাছ পরে তার ছিঁড়ে গেছে। বিদ্যুতের স্বাভাবিক অবস্থা ফিরতে কমপক্ষে ৪-৫ দিন সময় লাগতে পারে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজি বলেন, ক্ষয় ক্ষতি নিরুপনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।