পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জের আদমপুরের একে বাংলা স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম, সাদিক আল শাফিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা।
বন্যায় এ পর্যন্ত গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক ১২৭৫ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত আছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, মেডিকেল ক্যাম্পই, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।