মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার অসচ্ছল ২২ নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়েছে বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ।
শনিবার বারইয়ারহাট পৌরসভা সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট, যাতায়াত ভাতা ও বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেন বারইয়ারহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদি উর রহিম জাদিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বারইয়ারহাট পৌরসভা দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত কমিটির তত্ত্বাবধানে বিনামূল্যে ২২ নারীকে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন আফসানা ইয়াসমিন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন লিপি আক্তার।