শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় সতের হাজার টাকার জালনোটসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় আমড়াখালী চেকপোস্টের সামনে হতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সতের হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলো- বেনাপোল পাটবাড়ী গ্রামের আবু বক্কার এর ছেলে আলমগীর এবং একই গ্রামের নাসির উদ্দিন এর ছেলে সাব্বির।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করে আসামিদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো: মনিরুজ্জামান জানান, জব্দকৃত জালনোটসহ আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৯৮,৫০০/- (এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। আসামিদের নামে এর আগেও জালনোট পাচারের মামলা রয়েছে। পুনরায় তাদের নামে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।