ঢাকা
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:০৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

একদফা দাবীতে মির্জাগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এক দফা দাবী নিয়ে মানববন্ধন করেছেন।

সোমবার সকাল এগারোটায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদের সামনের মহাসড়কে আয়োজিত মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। তারা বলেন, ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর, উপ-সহকারী কৃষি অফিসার এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। আমরা বৈষম্যের স্বীকার, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা। তাই ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচী চালিয়ে যাবো।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলীপি প্রদান করেন।

১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন মল্লিক, ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির যুগ্ম- আহবায়ক মোঃ গাজী মশিউর রহমান, মোঃ শামিম আহমেদ নাসির মোল্লা, মোঃ নজরুল ইসলাম মিঠু, কমল চন্দ্র হাওলাদার, সামসুল আরেফিন, মোঃ আসাদ কামাল, মাহমুদা আক্তার, ইসরাত জাহান রুমি ও রোজিনা ইয়াসমিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram