অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে দুর্গা পূজায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা মতবিনিময় করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল চন্দ্র পাল, সহ-সভাপতি জিতেন্দ্র নাথ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাস বক্তব্য রাখেন। তারা জানান, সকলের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পূজা উদযাপন করার প্রস্তুতি নিয়েছি। আসা করি সকলেই এই উৎসবে অংশ নিয়ে পূজাকে উৎসবমূখর করে তুলবেন। পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন পূজা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, দুর্গা পূজার সময় শান্তিপূর্ণ ও উৎস মুখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সকল ধরণের প্রস্তুতি নিয়েছে। পূজা মণ্ডপগুলো পূজা চলাকালীন সময় নিরপত্তার চাদরে ঢাকা থাকবে। সেনাবাহিনী পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করবেন বলে জানিয়েছেন বাউফল সেনা ক্যাম্পের কমান্ডার সানজিদুর রহমান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মাসুম বিল্লাহ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দুর্গা পূজায় সকল ধরণেরর সহযোগিতা করবেন বলে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাউফল থানার কর্মকতা এবং ৫৬টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।