ঢাকা
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:২০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

ঢাবি হলে তোফাজ্জেল হত্যাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

জহিরুল হক, বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানীর কাঁঠালতলী গ্রামের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী তোফাজ্জেল হোসেন মাসুদ কামালকে ১৮ সেপ্টেম্বর ঢাবির ফজলুল হক মুসলিম হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বরগুনা মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বরগুনার বিভিন্ন উপজেলার মহিলা পরিষদের সদস্যবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, ডা. আজমেরী বেগম, কমরেড আলতাফ হোসেন, কাজল রানী দাস, সুইটি বেগম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী তোফাজ্জেলকে নৃশংসভাবে হত্যার ঘটনা ইতিহাসের বর্বরোচিত ঘটনার একটি। এভাবে ভাত খাইয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করার নজির পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমাদের মনে হয় না। মা-বাবা, ভাইবোন হারা মানসিক ভারসাম্যহীন এমন একটি মেধাবী ছেলেকে সামান্য মোবাইল চোর সন্দেহে নির্মমভাবে হত্যার ঘটনা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। আমরা জানতে পেরেছি, ইতোমধ্যে ৬ জন হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হলেও বিভিন্নভাবে তাদের পক্ষে সাফাই গাইছেন অনেকে। গ্রেফতার যেন আইওয়াশ বলে প্রতীয়মান না হয়। বক্তারা বাকি হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram