গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বৈষম্য দূরীকরণসহ মাধ্যমিক স্তরের বেসরকারী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন গুরুদাসপুরের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন রাখা ও শিক্ষা সংষ্কার কমিশন গঠনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের একদফা দাবি জানান উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। এর আগে গুরুদাসপুরের ইউএনও’র মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা শান্তি শৃঙ্খলভাবে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এরপর মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. আলমগীর, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক শের-এ আলম, মাহাবুবুল হাসান লাবু, মাসুদুল হক আলেক, নিগার সুলতানা, ইউসুফ আলী ও আব্দুল্লাহ আল মামুন।
ইউএনও সালমা আক্তার বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি সম্বলিত স্মারকলিপি তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।