শেরপুর প্রতিনিধি: শেরপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদ বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণে বার ও বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সিজেএমসহ কয়েকজন বিচারকের যোগদান উপলক্ষে ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ওই গুরুত্বারোপ করেন।
ওইসময় তিনি বলেন, বিচার বিভাগ আইনের শাসন বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য বিচারকদের পাশাপাশি আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ন্যায়বিচারের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বারের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। ওইসময় তিনি বিচার বিভাগের সাথে বারের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা তুলে ধরে আগামী দিনে তা আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
জেলা আইনজীবী সমিতির অন্তর্বর্তীকালীন পরিষদের আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মুয়াদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, সিনিয়র এ্যাডভোকেট গোপাল চন্দ্র পাল প্রমুখ।
সমিতির সদস্য সচিব এ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিচার বিভাগের অন্যান্য বিচারক, সমিতির সাবেক সভাপতি-সাবেক সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন নবাগত সিজেএম মো. সুলতান মাহমুদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলনসহ নবীন আরও কয়েকজন বিচারককে সংবর্ধনা দেওয়া হয়।