ঢাকা
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪

প্রত্যাবাসনে সহযোগিতা চান রোহিঙ্গা নেতারা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন আশ্রয় ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। পরিদর্শনকালে রোহিঙ্গা নেতারা, মৌলভী, নারী ও এনজিও প্রতিনিধিদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গা প্রতিনিধিগণ তাদের প্রত্যাবাসনের বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও তিনি ডব্লিউএফপি ও ইউএনএইচসিআরের প্রকল্পসহ নারীদের জন্য পরিচালিত হাসপাতালও পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপদেষ্টা ক্যাম্প-৪ এ ডব্লিউএফপি কর্তৃক পরিচালিত রোহিঙ্গাদের রেশন উত্তোলন কার্যক্রম ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন। এসময় তিনি ডব্লিউএফপির কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। কার্যক্রমটিকে আরও সুসংহত করার পরামর্শ দেন। পাশাপাশি একই ক্যাম্পের হোপ হসপিটাল ফর উইমেন পরিদর্শন করে মহিলাদের স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় সেবা প্রদানে মান উন্নয়নের তাগিদ দেন।

পরে উপদেষ্টা ক্যাম্প-০৫ এ ইউএনএইচসিআরের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গা মহিলাদের তৈরি পাটের ব্যাগসহ অন্যান্য হস্তশিল্প পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে আরও প্রসারিত করার আহ্বান জানান।

পরিদর্শনের শেষ পর্যায়ে উপদেষ্টা ক্যাম্প-৮/ওয়েস্টে রোহিঙ্গা নেতা, মৌলভী ও নারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় রোহিঙ্গা প্রতিনিধিরা প্রত্যাবাসনের বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা ফারুক ই আজম তাদের শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

এছাড়াও তিনি ক্যাম্পে কার্যক্রমরত এনজিওদের সাথে মতবিনিময়ও করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। এপিবিএন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্প পরিদর্শনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এপিবিএন-এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, অতিরিক্ত সচিব হাসান সারওয়ার, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram