চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় শহিদুল ইসলাম ভোট(৫০) নামে এক মসজিদের ইমাম ও জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এলাকাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত শনিবার উপজেলার কুলিয়া গ্রামের ইসমাইল হোসেন ও শহিদুল ইসলাম ভোট দুই জন একই মোটরসাইকেল করে চৌগাছায় উলামা মাশায়েক ও ঈমাম সম্মেলন সভায় যোগ দেয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে খড়িঞ্চা বাজার ব্রিজ সংলগ্ন একটি করিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম ভোট ও আরোহী ইসমাইল হোসেন মারাত্মক ভাবে জখম হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এরপর তাদেরকে চৌগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তাদের অবস্থার কোন উন্নতি না হওয়ায় এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় শহিদুল ইসলাম ভোট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নিহত শহিদুল ইসলাম ভোট সুকপুকুরিয়া ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল সম্পাদক, আন্দুলিয়া পুর্বপাড়া জামে মসজিদের ইমাম ও সাবেক ইউপি সদস্য ছিলেন। আহত ইসমাইল হোসেনের বাড়ি কুলিয়া গ্রামে। তিনিও জামায়াতর কর্মী ও ওই গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের ইমাম। তিনি এখনও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।