সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া ও বড্ডাপাড়া গ্রামের লোকজনের মাঝে দিনভর ঝগড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড় ও গরুর বাজার এলাকায় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন রাম দা, বল্লম, লাটিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের প্রায় ২ শতাধিক লোক আহত হয়েছে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ সময় প্রায় ৫ ঘন্টা সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। দীর্ঘ সময় সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় ঝগড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একটি মোটরসাইকেল ও ভ্যানরিকসার সংষর্ষের ঘটনায় এ ঝগড়া শুরু হয়। মোটরসাইকেল চালক উচালিয়াপাড়ার ও ভ্যান চালক বড্ডাপাড়া গ্রামের। তবে তাদের কারো নাম এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সরাইল থানার তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল হাসান। তিনি বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।