এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বৈষম্য দূরীকরণে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধনে অংশ নিতে এসে মানববন্ধন শেষে আর বাড়ি ফেরা হলো না শিক্ষক মো. আল আমিন খানের (৪৫)। ঘাতক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টার দিকে সাইনবোর্ড বগী-মোরেলগঞ্জ-আঞ্চলিক মহাসড়কে ছোলমবাড়িয়া বালুর মাঠ সংলগ্ন এলাকায়।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিক্ষক আল আমিন খান সকালে উপজেলার শহরে মানববন্ধনে এসেছিলেন। সেখান থেকে মানববন্ধন শেষ করে ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথিমধ্যে বালুরমাঠ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ইমা পরিবহন শিক্ষককে বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
এ সময় ভ্যানচালক মশিউর রহমান (৫৫) গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা ওই শিক্ষক ও ভ্যানচালককে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ শিক্ষক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষক উপজেলার শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। সে বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। নিহতের পরিবারে স্ত্রী ও এক শিশু কন্যা রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ওই পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।