যশোর প্রতিনিধি: আজ বুধবার সকালে খুলনা ও যশোর ব্যাটালিয়নের ২১ও ৪৯ বিজিবি'র সদস্যরা সীমান্ত এলাকায় আলাদা আলাদা অভিযানে সোনা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় বিজিবি সদস্যরা সোনা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।
যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বেনাপোল সদর বিওপি সদস্যরা এক অভিযান অভিযান চালিয়ে বেনাপোল কাঁচাবাজার থেকে মোঃ কদম আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক কদম আলী বেনাপোলের পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
উদ্ধার হওয়া ৫টি স্বর্ণের বার ২ কেজি ৩০০গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক।
এছাড়া আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে খুলনার ব্যাটালিয়ন ২১ বিজিবি যশোর সীমান্তে দায়িত্বে থাকা পাঁচভূলাট বিওপিতে কর্মরত হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে একটি টহল দল পাঁচভূলাট চরের মাঠ নামক স্থান থেকে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৩ হাজার টাকা বলে জানিয়েছেন ২১ বিজিবির অধিনায়ক।