অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
আজ বুধবার বেলা সাড়ে ৩ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.আনোয়ার জাহিদ, বাউফল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাইফ, সহকারী কমিশনার(ভূমি) প্রতীক কুমার কুন্ডু এবং বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
জেলা প্রশাসক মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কার্যক্রম, দুর্গা পূজা এবং ইলিশ আহরণে আসন্ন অবরোধ সম্পর্কে মতামত প্রদানের জন্য উপস্থিত রাজনৈতিক দল, কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু নৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের আহবান জানান। এসময় উপস্থিত শ্রেণি-পেশার প্রতিনিধিগণ বাউফলের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যাক্ত করেন। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এবং বাউফল সেনা ক্যাম্পের কর্মকর্তা।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর আইন-শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছিল। এখন কেউ আইন হাতে নেবেন না। আইন-শৃঙ্খলার কোন রকম অবনতি ঘটলে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা এখন পড়াশোনার টেবিলে ফিরে যাও। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা নির্ভিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলাসহ সকল ধরণের সহযোগিতা করা হবে। ইলিশ আহরণের বিধি-নিষেধের সময় দল-মত নির্বিশেষে প্রকৃত জেলেদের সহায়তা দেয়া হবে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে।