পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরে ওই তিন রোহিঙ্গা তরুণীকে তেঁতুলিয়ার সদর ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গা নারীরা হলেন— মাইজুমা (১৭), শারমিন আক্তার (১৭) ও নুরছাফা (১৮)। তারা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, মানবপাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা নারীকে পাচারের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দর্জিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় এলাকায় পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই ৩ নারীকে উদ্ধার করে বিজিবির টহল দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক তিন নারী রোহিঙ্গা। তারা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। পাচারকারী ইসমাইল হোসেনের প্রতারণার খপ্পরে পরে তারা চলে আসে। পাচারকারী ইসমাইল হোসেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। তাদেরকে ভারতে পাচারের লক্ষ্যে সোমবার পঞ্চগড়ে নিয়ে আসে।
আটক রোহিঙ্গাদের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, সকালে ওই তিন নারীকে দর্জিপাড়া থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে