মো. শামছুল হুদা রতন, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায়। এতে হাতিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন দুলু ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া গুরুতর আহত হয়। দুজনেই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বুধবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
স্থানীয় বিভিন্ন সূত্র হতে জানা যায়, গত সোমবার হাতিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির প্রতিবাদ করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালম আজাদের সমর্থকদের সাথে বাকবিতন্ডতা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনার লিখিত অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্ত চলছে। এরপর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।