আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার নবাগত জেলা প্রশাসক মো. শফিউল আলম আমতলী উপজেলায় উপজেলা পর্যায়ে ছাত্র প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, কাজী, সাংবাদিক, এনজিও কর্মী, উপজেলা পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করেন আমতলী উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ তারেক হাসান, আমতলী থানা অফিসার্স ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু, আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা, শিউলী পারভিন মালা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, অ্যাড. মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন আপন সহ অন্যান্য ছাত্রবৃন্দ।