মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলায় এবার ২৮৯টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জয়পুরহাট সদরে ১১৩টি, কালাইয়ে ২৩টি, ক্ষেতলালে ৩৯টি, আক্কেলপুরে ৩৮টি ও পাঁচবিবি উপজেলায় ৭৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট জেলায় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট সেনা ক্যাম্পের মেজর রেজা, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. রুহুল আমিন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এ্যাড. নন্দকিশোর আগরওয়ালা, সদস্য সচিব এ্যাড. স্বপন তালুকদার, সাবেক সভাপতি শ্যামল সাহা, কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সভাপতি রতন কুমার খাঁ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনীশ চৌধুরী প্রমুখ।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, পূজা উদযাপনে প্রতিটি মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য পুলিশ, আনসার, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি পুলিশ ও র্যাব’র টহল দল ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
দুর্গোৎসব সফল করতে জেলা পুলিশের একটি মনিটরিং টিম গঠনসহ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে প্রতিমা তৈরি মনিটরিং ও পাহারার ব্যবস্থা করবেন।