শহিদ জয়, যশোর: যশোর ৪৯ বিজিবি সদস্যরা যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ৫৭ হাজার ২শত ৬৩ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালসহ ১ চোরাকারবারিকে আটক করেছে। আটক চোরাকারবারের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রবসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হচ্ছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল, ৯ বোতল বিদেশী মদ, ৪ কেজি গাঁজা, মোবাইল, মোটরসাইকেল ও আসামীসহ ৯ পিু ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ একজন আটক করা হয়।
আসামীসহ আটককৃত মাদকদ্রব্য মামলা দায়ের এর মাধ্যমে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে ও অন্যান্য মালামাল বেনাপোল কাষ্টমসে জমা এবং মালিকবিহীন অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।