নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাোহল মিয়া,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আমজাদ হোসেন,উপজলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর জায়দে সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারীরাবৃন্দ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু'বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে এ দিবসটি পালন করা হয়।
তিনি আরো বলেন, জনগণের ক্ষমতায়ন, সরকারি দপ্তরে স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার,তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের জন্য জনগনের সচেতনতা বৃদ্ধি করতে এই দিবসটি পালন করা হয়।