ঢাকা
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়  ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাোহল মিয়া,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আমজাদ হোসেন,উপজলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর জায়দে সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারীরাবৃন্দ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু'বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে এ দিবসটি পালন করা হয়।

তিনি আরো বলেন, জনগণের ক্ষমতায়ন, সরকারি দপ্তরে স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার,তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের জন্য জনগনের সচেতনতা বৃদ্ধি করতে এই দিবসটি পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram