আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার পুস্তিগাছা গ্রামে একটি গরু যমজ বাছুর হয়েছে । এ নিয়ে উপজেলায় কয়েকটি যমজ বাছুরের জন্ম হয়েছে ।
দেবোত্তর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামে শুক্রবার সকাল ১১ টার সময় একটি গরুর দুটি যমজ বকনা বাছুর হয়েছেl
গরুর মালিক আব্দুল খালেক বলেন ছোট বেলা থেকে গরু পালন করছি। যমজ বাছুরের গল্প সম্পর্কে অনেক শুনেছি।
কিন্তু আমি কখনো যমজ বাছুর দেখিনি। আজ আমার খামারে এই ঘটনা ঘটেছে। আমি যমজ বাছুর পেয়ে খুব খুশি। গরু এবং তাদের সন্তান উভয়ই সুস্থ।
আবদুল খালেক আরও বলেন, আমার গরু হিটে আসার পর আমি গ্রামের পাশের এলাকার এসিআই কোম্পানির কৃত্রিম প্রজনন কর্মী ইব্রাহিম খলিল কে দিয়ে উন্নত জাতের ফ্রিজিয়ান ষাড়ের সিমেন দেওয়াই।দীর্ঘ ৯ মাস পর আমার গরুর যমজ বাছুর হয়। এতে আমি খুব খুশি।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান রনি জানান, গরুর একাধিক বাছুর হতে পারে। এটি একটি সাধারণ ঘটনা।