হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিববাদমান দুটি গ্রুপের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং একটি স্নাইপার স্কোপযুক্ত রাইফেল উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আওতাধীন নড়াইল ক্যাম্প।
সূত্র জানায়, নড়াগাতি থানার খাশিয়াল গ্রামে শেখ ও মোল্যা বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার রাতে শেখ বংশের মিলন শেখকে বাজার থেকে ফেরার পথে কুপিয়ে জখম করে মোল্যা বংশের লোকেরা। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হবার জন্য খাশিয়াল বাজারে আসতে থাকে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে সংঘর্ষের খবরে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্নাইপার স্কোপযুক্ত রাইফেলসহ বিপুল পরিমান দেশীয় রামদা,ছুরি,কুড়াল,বল্লম,চাপাতি জব্দ করে। কিছু বিদেশী মুদ্রা ও মোবাইল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ(২০),সবুর বিশ^াসের ছেলে ইয়াত আলী বিশ^াস(৩০),আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ(৩৪) ও রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার(৪৬)
গ্রেফতারকৃতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা সম্পন্ন করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।