সজিবুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিলমাড়িয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে থৈ থৈ পানি আর আবর্জনায় জরাজীর্ণ অবস্থা। এ যেন এক পরিত্যক্ত জলাশয়ে পরিণত হয়েছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের শঙ্কা দিয়েছে।
স্থানীয় ও রোগীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত এ স্বাস্থ্য কেন্দ্রটি সড়ক থেকে নিচু ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সেবা নিতে আসা রোগীদের নানা দূর্ভোগ পোহাতে হয়।
সরজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের চারেদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফাঁকা ফাঁকা করে ইট বসিয়ে জরাজীর্ণ ভবনে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। চারিদিকে ময়লা আবর্জনা আর দুর্গন্ধযুক্ত পানি, নিরাপদ খাবার পানির ব্যবস্থাও নেই। এ স্বাস্থ্য কেন্দ্রটি নিজেই যেন অসুস্থ।
স্থানীয় বাসিন্দা ও সেবা নিতে আসা আবু হানিফ ও শরিফুল ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চলাচল করতে পারেন না। আশেপাশের লোকজন ধরে রোগীদের পেরে রাখা ইটের ওপর দিয়ে পার করে দিতে হয়। এসময় তারা দ্রুত উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম শাহাব উদ্দীন বলেন, উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ড্রেন নির্মাণের কাজ শুরু হবে। এবং নিরাপদ পানির জন্য বাজেট হয়েছে অল্প সময়ে মধ্যেই সাবমারসিবল বসানো হবে।