স্টাফ রিপোর্টার, কুমিল্লা: ‘হৃদয় দিয়ে কর্মোদ্যোগ গ্রহণ করুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য রিকশা র্যালি বের হয়। র্যালিটি টাউনহলের সামনে দিয়ে ঘুরে আবারো টাউনহল মাঠে এসে শেষ হয়।
পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার মুক্ত আকাশে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজকের এই রিকশা র্যালির মাধ্যমে মানুষকে একটি চমৎকার বার্তা দেওয়া হয়েছে। রিকশা একটি বায়ুদূষণমুক্ত যানবাহন। আর, আমাদের উচিৎ সবসময় সচেতন থাকা, কারণ, হার্ট ভাল না থাকলে আমরা নিজেদের বাঁচাতে পারবো না। আর নিজেরা না বাঁচলে দেশ সামনে আগাবে না।
এসময়, কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ জেলা প্রশাসকের হাতে বিশ্ব হার্ট দিবসকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতির দাবিসহ সাতটি দাবি উত্থাপন করে স্মারক লিপি প্রদান করেন।
এসময়, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-পরিচালক মিজামুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ড. সারওয়ার আলম, কুমিলা হার্ট কেউয়ার ফাউন্ডেশনের মহাসচিব ড. গোলাম শাহজাহান, কুমিলা হার্ট কেউয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মল্লিকা বিশ্বাস সহ আরো অনেকে। এছাড়াও র্যালিতে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও রোটারী ক্লাব অব কুমিল্লার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।