ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার নবাগত জেলা প্রাশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সাথে ঈশ্বরদীর প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনার এক্সিকিউট ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম, পাবনা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জাময়াতের আমির ডা: নুরুজ্জামান প্রামাণিক, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল হাদান ববি সরদার, উপজেলা ইঞ্জিনিয়ার এনামুল কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি সিয়াম, রাফিউল ইসলাম অন্তু প্রমুখ।
পরে অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের ৩২ জনকে নগদ টাকা ও ৪ জনকে বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৬ জন শিক্ষার্থীকে ৯৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনার জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পান। এর আগে তিনি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তিনি পাবনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।