নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে হিন্দু সম্প্রদায়ের তিন জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র ঘুমধুম বিওপির বিশেষ টহল দল বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি সদস্যদের অভিযানে সীমান্ত পিলার ৩৬নং এলাকা দিয় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে বাইশফাঁড়ি বিওপি'র বিশেষ টহল দল তিনজন মিয়ানমার নাগরিককে আটক করেছে।
আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন- মিয়ানমারের মংডু জেলার মেদাইকা থানার বলিবাজারের বাসিন্দা রুপন দাশের স্ত্রী রুমা দাশ (২৫), রুপন দাশের ছেলে রিকা দাশ (৭) ও অপর পুত্র শিবা দাশ (৫)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। নাইক্ষ্যংছড়ি' উপজেলার আওতাধীন বিজিবির বাইশফাঁড়ি বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৬ এর উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ি মধ্যমপাড়া মেম্বার বাড়ির রাস্তা নামক স্থান থেক অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এই তিন জন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে ওই তিনজন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি'র হেফাজতে রাখা হয়। এবং ২৯ সেপ্টেম্বর রবিবার মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত পুশব্যাক করা হয়নি।
ধারণা করা হচ্ছে, মিয়ানমার অভ্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির চলমান তিব্র সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হয়তো ঐ কারণে নিরাপদ আশ্রয়ের জন্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তারা। বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির কঠোর নজরদারির ফলে অনুপ্রবেশকারীদের চেষ্টা নস্যাৎ করে দেন দায়িত্বরত বিজিবি সদস্যরা।
উল্লেখ্য যে, বিজিবির অধিনস্থ সমস্ত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।