ঢাকা
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:১৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

জুড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক শিতাংশু শেখর দাস, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (র:) ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ইয়াকুব আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিন, জুড়ী পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমেদ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী ভিজিবি ক্যাম্প কমান্ডার শামছুল ইসলাম, জুড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা এসএম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোসাঃ নিখাত সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবিমল চন্দ্র, ভবানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক এমএ মহসিন মুহিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা, পূজা উদযাপন পরিষদ জায়ফরনগর ইউনিয়নের সভাপতি রতীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নবেন্দু শেখর ঘোষ, পশ্চিমজুড়ী ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাগরনাল ইউনিয়নের সভাপতি রনজিৎ কুমার নাথ, সাধারণ সম্পাদক হিমাংশু দেবনাথ, গোয়ালবাড়ী ইউনিয়নের সভাপতি অমূল্য মল্লিক, সাধারণ সম্পাদক সুব্রত দেব দিপু, পূর্বজুড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল, ফুলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মল্লিক প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা জুড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা, যানজট নিরসনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে জুড়ীতে সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram