গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের কটুক্তি ও বিজেপির সংসদ সদস্য নিতেশ রানের মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহর গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গফরগাঁও সমমনা উলামা ঐক্যজোটের উদ্যোগে পৌর শহরের নতুন বাজার থেকে আলেম-উলামা ও স্থানীয় মুসল্লিদের অংশ গ্রহণে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের নতুনবাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সালমানী, হেফাজতে ইসলাম গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, খুদ্দামুল মুসলিমিনের মহাসচিব মাওলানা মাহাদী হাসান, বাংলাদেশ যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস ফরাজী, বিশিষ্ট আলেম মাওলানা আজিজুল হক প্রমূখ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অপমান মুসলমানরা মেনে নেবে না। বিগত দিনেও আমরা মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের রামগিরি রাসুল (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির নিতেশ রানে। তাদের চরম মূল্য দিতে হবে। রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।