এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে অর্ধশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে বিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিরহাট ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, নাহেরপুর রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এমএ হায়দার প্রাথমিকও উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে ১২ টি কলম, ১ টি স্কুল ব্যাগ ও ৬ টি করে খাতা প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক জিয়া উদ্দিন, একরামুল হক ও সহকারী শিক্ষক হাসান হাফিজুর রহমান প্রমুখ।
মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় মিরসরাইয়ের কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির সম্মুক্ষীন হয়েছেন শিক্ষার্থীরাও। অনেকের বই খাতাসহ পড়াশোনার আনুষাঙ্গিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের বিদ্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে মানবিক কর্মকান্ড করার চেষ্টা করবো ইনশাল্লাহ।