ঢাকা
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৪
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৪
আপডেট: অক্টোবর ১, ২০২৪
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সব পূজামন্ডপে থাকবে বিএনপি’র স্বেচ্ছাসেবক টিম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে টাউন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সমিত চট্টোপাধ্যায় ব্রাক্ষন সংসদের জেলা সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্যসহ অন্যরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিএনপির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, তারেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জামান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান মুক্তা, গোলাম কিবরিয়া কোয়েলসহ অন্যরা।

সভায় বিএনপি নেতারা বলেন, জেলায় যতগুলো পূজামন্ডপ থাকবে সবগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে। পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রতিক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করতে চায় বিএনপি।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি’র ইতিবাচক সম্পর্কের কথা তুলে ধরে হিন্দু নেতারা বলেন, বিএনপি নেতাদের সহযোগিতা পেলে আগামী দিনে তারা জাতীয়তাবাদের সঙ্গে থাকতে চান। বিএনপি নেতারা তাদের সুখে দুঃখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram