ঢাকা
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪১
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৪
আপডেট: অক্টোবর ১, ২০২৪
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৪

কাপাসিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের ভুমিকা ছিল অনন্য। এছাড়াও এ আন্দোলনে ৭৩ জন হাফেজ আলেম শহীদ এবং আহত হয়েছেন শতাধিক। এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ সত্য ও ন্যায়ের পক্ষে সব সময় সজাগ ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দেশের রাজনৈতিক মাঠ এখন অনেক উর্বর। এদেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে পর্যবেক্ষন করে সন্তুষ্ট হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহ জগতের শান্তির বাণী শোনায় না বরং আখেরাতের মুক্তির পথও দেখায়।

গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর আমরা অতিক্রম করেছি এতে অনেক নেতা-নেত্রীর ক্ষমতার পালাবদল দেখেছি। সর্বশেষ ইতিহাসের জঘন্যতম এক নারী শাসকের অপমানজনক পতন দেখলাম। এ জঘন্যতম ইতিহাস থেকে রাজনৈতিক মহলের অনেক শিক্ষা রয়েছে, এতে ব্যর্থ হলে জাতি আবার বিপদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা যারা এখন ক্ষমতার নেশায় মত্ত হয়ে আছি, লুট-পাট, চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছি, তাদেরকে অনুরোধ করব এ জঘন্যতম ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করার জন্য। এদেশের মানুষ এখন আর বোকা নয়। বিগত ৫৩ বছরের ইতিহাসকে ধারন করেই আগামী দিনের বাংলাদেশের অভিভাবক নিযুক্ত করবে। তিনি আরো বলেন, চাকুরিতে এখনো কেন বৈষম্য থাকবে। চাকুরিতে বয়সের বৈষম্য দেখতে চাইনা। এই বৈসম্য দুর করে চাকুরিতে সর্বনিম্ন বয়স ৩৫ বছর করতে হবে।

সোমবার বিকালে কাপাসিয়া বাসস্ট্যান্ড তাজউদ্দীন আহমেদ চত্বরে কাপাসিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, শরীয়াহ্ বিষয়ক সম্পাদক মুফতি লুৎফর রহমান ফরাজী, ইসলামী আন্দোলন গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুফতি নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, কাপাসিয়া মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজহার হোসেন খান, ইসলামী আন্দোলন কাপাসিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মুফতি আনিুল ইসলাম প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram