বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাবেক মেম্বার চাঁন মিয়া হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমতলী বাজারে মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের মিলনায়তনে নিহতের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে আজম খান।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, কৃষি জমিতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে তার পিতাকে পিটিয়ে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় নিহতের ছেলে বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার দিশেহারা। এদিকে হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামীরা ষড়যন্ত্রমূলক একটি সাজানো মানববন্ধন করে এলাকায় বিভ্রান্ত ছড়াতে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে।
নিহতের ছেলে আজম খাঁন তার পিতা হত্যার সুষ্ঠু বিচার ও দ্রুত আসামী গ্রেফতারের দাবি জানান।