রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ভারতে মহারাষ্ট্র হিন্দু পুরোহিত রামগিরি মহারাজা কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ন রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হুমকি'র প্রতিবাদে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল বেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট নামক স্থানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, সাতকানিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
এই বিক্ষোভ মিছিলটি কেরানীহাট বায়তুর রহমান জামে মসজিদ হতে বাহির হয়ে কেরানীহাট সড়ক প্রদক্ষিণ করে হকটাওয়ার চত্বরে এসে সমাবেশ করেন।
সাতকানিয়া উপজেলার শাখা সভাপতি মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মাওলানা নোমান উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইদ্রিস ইব্রাহিম, প্রচার সম্পাদক মাহমুদুল করিম কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হারুন বিন আব্দুল হক, পুরানগড় ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাওলানা জামাল হুসাইন। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।